২০২৭ সালের জুলাইয়ের মধ্যে সব আর্থিকপ্রতিষ্ঠান ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আসবে: গভর্নর

By স্টার বিজনেস রিপোর্ট
24 November 2025, 08:08 AM
UPDATED 25 November 2025, 17:12 PM

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান, বিমা কোম্পানি এবং অন্যান্য আর্থিকপ্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু করা হবে।

এ ব্যবস্থায় ক্যাশ-আউট করার প্রয়োজন হবে না বলে তিনি উল্লেখ করেন।

আজ সোমবার ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গেটস ফাউন্ডেশনের মোজালুপের সঙ্গে আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে।

গভর্নর জানান, নিরাপত্তাজনিত কারণে চুক্তিটি ভার্চুয়ালি সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী মোজালুপভিত্তিক নতুন প্ল্যাটফর্মটির নাম হবে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস)।

আহসান এইচ মানসুর বলেন, আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটালাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আন্তঃলেনদেন ব্যবস্থা সেই লক্ষ্য অর্জনে অপরিহার্য।

তার ভাষায়, 'ভবিষ্যতে এই ব্যবস্থায় যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। এটি স্বচ্ছতা বাড়াবে, দুর্নীতি কমাবে এবং রাজস্ব আদায় বাড়াবে।'