সরকারের উচিত ২ বছরের মধ্যমেয়াদি পরিকল্পনা করা: দেবপ্রিয়

By স্টার বিজনেস রিপোর্ট
2 December 2024, 09:06 AM
UPDATED 2 December 2024, 15:14 PM

অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির সভাপতি দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত অবিলম্বে একটি মধ্যমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করে ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা।

'বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বল্পমেয়াদী প্রকৃতির। তবে বিনিয়োগ, শিক্ষা এবং সামাজিক সুরক্ষার মতো মূল খাতগুলোর রূপরেখার একটি কৌশলগত পরিকল্পনা থাকা উচিত।'

আজ সোমবার শ্বেতপত্র প্রকাশ নিয়ে পরিকল্পনা কমিশনে এক সংবাদ সম্মেলনে এই অর্থনীতিবিদ বলেন, এই কৌশলগুলো অবশ্যই সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

দেবপ্রিয় ভট্টাচার্য অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় গৃহীত অযৌক্তিক সিদ্ধান্তগুলো পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তত দুই বছরের জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করা উচিত। তবে এর সময়কাল পরিবর্তিত পরিস্থিতির ভিত্তিতে সামঞ্জস্য করা যেতে পারে।'

পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস পূর্ণ হলে তা মূল্যায়ন ও আগামী ছয় মাসের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ থাকা উচিত বলে মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য।