জুলাই-সেপ্টেম্বরে অলিম্পিকের মুনাফা ৫৬ কোটি টাকা

By স্টার বিজনেস রিপোর্ট
13 November 2024, 08:38 AM

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মুনাফা বেড়ে ৫৬ কোটি ৪৮ লাখ টাকা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৬ কোটি ১২ লাখ টাকা।

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে অলিম্পিকের শেয়ারপ্রতি আয় হয়েছে দুই টাকা ৮৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল দুই টাকা ৮১ পয়সা।

কোম্পানিটির আয় আগের বছরের চেয়ে ১৮ দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৭৫৩ কোটি ৫৮ কোটি টাকায় দাঁড়িয়েছে।

তবে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) চার টাকা ৪২ পয়সা থেকে কমে তিন টাকা ০৮ পয়সায় নেমে এসেছে।