জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে অ্যাপেক্স ফুটওয়্যারের মুনাফা বেড়েছে ২৬ শতাংশ

By স্টার অনলাইন রিপোর্ট
13 November 2024, 08:16 AM

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) অ্যাপেক্স ফুটওয়্যারের নিট মুনাফা হয়েছে ২ কোটি ৮২ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৬ শতাংশ বেশি।

কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারপ্রতি আয় বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৯৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫৬ পয়সা।

আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে অ্যাপেক্সের শেয়ার মূল্য দশমিক ২৪ শতাংশ বেড়ে ২০৫ টাকা ২ পয়সায় দাঁড়িয়েছে।

এছাড়া জুলাই-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির নিট আয় ২০ শতাংশ বেড়ে ৪২২ কোটি ৯১ লাখ টাকায় দাঁড়িয়েছে।

তবে প্রথম প্রান্তিকে অ্যাপেক্স ফুটওয়্যারের শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো কমে ৪৩ টাকা ১২ পয়সা হয়েছে, যা গত বছর ছিল ৪৮ টাকা ৫৭ পয়সা। 

কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য কিছুটা বেড়ে ৪৭৬ টাকা ৩৫ পয়সা হয়েছে।