শামীম-সেলিম ওসমানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

By স্টার বিজনেস রিপোর্ট
21 August 2024, 07:06 AM

সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ভাই একেএম সেলিম ওসমান ও তাদের পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এছাড়া আগামী ৩০ দিনের জন্য দুই পরিবারের সদস্যদের জন্য লকার সুবিধা স্থগিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি তাদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক হিসাবের লেনদেন স্থগিত করতে বলা হয়েছে।

আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের হিসাবের হালনাগাদ তথ্য চেয়েছে বিএফআইইউ।