দ্রুত আইনশৃঙ্খলা ফেরানোর দাবি ব্যবসায়ীদের

By স্টার বিজনেস রিপোর্ট
7 August 2024, 08:21 AM
UPDATED 7 August 2024, 14:25 PM

গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর গত দুই দিনে কয়েকটি কারখানায় আগুনের ঘটনায় ব্যবসায়ীরা দ্রুত আইনশৃঙ্খলা ফেরানোর দাবি জানিয়েছেন।

আজ বুধবার ঢাকার প্লাটিনাম গ্র্যান্ড হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসি-বি) সংবাদ সম্মেলনে বলা হয়—কারখানা, বিশেষ করে পোশাক কারখানা খুলেছে। কিন্তু অশান্তি ও ভাঙচুরের ভয়ে অনেকে ঠিকভাবে কাজ করতে পারছেন না।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গতকাল মঙ্গলবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) দ্রুত আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানায়।