বেড়েছে বেকার পুরুষের সংখ্যা

By স্টার বিজনেস রিপোর্ট
6 May 2024, 10:47 AM
UPDATED 6 May 2024, 18:01 PM

চলতি বছরের প্রথম প্রান্তিকে আগের বছরের একই সময়ের চেয়ে বেকার পুরুষের সংখ্যা বেড়েছে।

আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে (কিউএলএফএস) এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপের তথ্যে দেখা গেছে, ২০২৪ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় বেকার পুরুষের সংখ্যা ২ শতাংশ বেড়ে ১৭ লাখ ৪০ হাজারে দাঁড়িয়েছে। গত বছরের এই সময়ে বেকার পুরুষের সংখ্যা ছিল ১৭ লাখ ১০ হাজার।

তবে একই সময়ে বেকার নারীর সংখ্যা ৩ শতাংশ কমে সাড়ে ৮ লাখে দাঁড়িয়েছে, যা এক বছর আগে ছিল ৮ লাখ ৮০ হাজার। ফলে মোট বেকারের সংখ্যা ২ শতাংশ কমেছে।

পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে মোট জনশক্তি ছিল ৭ কোটি ৩৭ লাখ, যা এক বছর আগের ৭ কোটি ৩৬ লাখ থেকে সামান্য বেশি। মূলত পুরুষ শ্রমশক্তি বৃদ্ধির কারণে এই প্রবৃদ্ধি।

এছাড়া মোট শ্রমশক্তির মধ্যে ৭ কোটি ১১ লাখের কর্মসংস্থান হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় সামান্য বেশি।

কিউএলএফএসের তথ্য বলছে, এ বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বেকার পুরুষের সংখ্যা বাড়লেও কর্মসংস্থান বেড়েছে, অন্যদিকে বেকার নারীর সংখ্যা কমলেও কর্মসংস্থান কমেছে।