জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনবল নেবে রাশিয়া

By স্টার বিজনেস রিপোর্ট
24 March 2024, 13:09 PM
UPDATED 25 March 2024, 00:30 AM

রাশিয়া জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে চায় বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান।

আজ রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে রাশিয়ার লেভাডিয়া শিপইয়ার্ডয়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'রাশিয়ায় জনবল পাঠানোর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।'

তিনি আরও বলেন, 'রাশিয়া সেদেশের জাহাজ শিল্প, কৃষিসহ নানা ক্ষেত্রে দক্ষ জনবল নিতে চায়। প্রথম ধাপে ৬০ জন নিতে শ্রমিক চায় তারা। এরপর পর্যায়ক্রমে আরও দক্ষ শ্রমিক নেবে। শ্রমিকদের থাকা-খাওয়া, ভাষা শেখার বিষয়টি কোম্পানি দেখবে বলে নিশ্চিত করেছে।'

এ সময় সেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।