পাওনা আদায়ে রিজেন্ট এয়ারওয়েজের ব্যাংক হিসাব জব্দ

By স্টার অনলাইন রিপোর্ট
10 January 2023, 13:39 PM

পাওনা আদায়ের জন্য রিজেন্ট এয়ারওয়েজের ব্যাংক হিসাব সরকার জব্দ করেছে। আজ মঙ্গলবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন।

আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, 'ভ্রমণ কর বাবদ রিজেন্ট এয়ারওয়েজের কাছে সরকারের পাওনা ৩২ কোটি ৪৬ লাখ টাকা। তাদের ব্যাংক হিসাব জব্দ করে ১ কোটি ৩৭ লাখ টাকা আদায় করা হয়েছে।'

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করা হয়।

হাবিব হাসান অর্থমন্ত্রীর কাছে জানতে চান দেশীয় এয়ারলাইনসগুলোর কাছে ভ্রমণ কর বাবদ কোনো পাওনা অপরিশোধিত আছে কি না? পাওনা আদায়ে সরকার কী ব্যবস্থা নিয়েছে তাও জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী মুস্তফা কামাল জানান, রিজেন্ট এয়ারওয়েজের কাছে ভ্রমণ কর বাবদ ৩২ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার ৪৩১ টাকা পাওনা আছে। রিজেন্ট এয়ারওয়েজ বন্ধ হয়ে যাওয়ায় পাওনা অপরিশোধিত আছে। 

অপরিশোধিত পাওনা আদায়ের জন্য তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলে জানান তিনি। এ পর্যন্ত পাওনার ১ কোটি ৩৭ লাখ ১৯ হাজার ৫১২ টাকা আদায় করা হয়েছে।