চট্টগ্রাম বন্দরে কোনো কন্টেইনার জট নেই: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

By স্টার অনলাইন রিপোর্ট
8 January 2023, 12:31 PM
UPDATED 8 January 2023, 18:39 PM

চট্টগ্রাম বন্দরে বর্তমানে কোনো কন্টেইনার জট নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তবে তিনি বলেছেন, 'আমদানিকারকদের ব্যাংক থেকে ডকুমেন্ট পেতে দেরি হলে শুল্ক পরিশোধে জটিলতাজনিত কারণে কখনো কখনো আমদানিকৃত পণ্য ফ্রি টাইমের মধ্যে খালাস না করে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে ফেলে রাখে। এতে কন্টেইনার সংরক্ষণে সাময়িকভাবে ইয়ার্ডে স্থান সংকট দেখা দিতে পারে। এ কারণে কন্টেইনার জট সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে।'

আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নৌ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী জানান, সারাদেশে নিবন্ধিত প্রায় ১৪ হাজার নৌযান আছে।

২০১৮ সালে প্রণীত বিধিমালা অনুসারে সারাদেশে ১০৪টি নৌরুট রয়েছে বলে জানান তিনি।

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী বলেন, '২০২১-২২ অর্থবছরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রাজস্ব আয় ৩ হাজার ৫৮৫ কোটি টাকা। একই অর্থবছরে মোংলা বন্দর কর্তৃপক্ষের রাজস্ব আয় ছিল ৩১৭ কোটি ৮ লাখ টাকা।'