থ্রিজি সেবা বন্ধ করল বাংলালিংক

By স্টার বিজনেস রিপোর্ট
7 May 2024, 11:13 AM
UPDATED 7 May 2024, 17:18 PM

মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক সম্প্রতি থ্রিজি নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। কোম্পানিটি স্পেকট্রামসহ অন্যান্য রিসোর্স ফোরজি নেটওয়ার্কে বরাদ্দ করেছে।

বাংলালিংক এক বিবৃতিতে জানিয়েছে, নেটওয়ার্ক রিসোর্স পুনঃবরাদ্দের মাধ্যমে ফোরজির মান ও গতি বাড়াবে তারা।

বাংলালিংকয়ের সিইও এরিক অস বলেন, 'ফোরজিতে আরও রিসোর্স যোগ করে আমরা গ্রাহকদের ভালো সেবা দেব।'

বাংলাদেশের অন্যান্য অপারেটরগুলোও থ্রিজি বন্ধের জন্য দৌড়ঝাঁপ করছে বলে জানা গেছে।

আগামী এক মাসের মধ্যে থ্রিজি নেটওয়ার্ক বন্ধ করে দিতে যাচ্ছে রবি আজিয়াটা।