জুলাই-সেপ্টেম্বরে সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ৪১ শতাংশ

By স্টার বিজনেস রিপোর্ট 
30 October 2024, 08:31 AM
UPDATED 30 October 2024, 14:53 PM

এ বছরের তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংক পিএলসির মুনাফা বেড়েছে ৪১ শতাংশ। 

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সিটি ব্যাংকের কর-পরবর্তী মুনাফা হয়েছে ২০০ কোটি ৭১ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৪১ কোটি ৪৪ লাখ টাকা থেকে বেশি। 

আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সিটি ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের চেয়ে ১ টাকা ৫ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৪৯ পয়সায় দাঁড়িয়েছে। 

সিটি ব্যাংক বলছে, বিনিয়োগ আয়, কমিশন, এক্সচেঞ্জ ও ব্রোকারেজে উল্লেখযোগ্য লাভের কারণে ইপিএস বেড়েছে। ফলে পরিচালন মুনাফাও বেড়েছে।

এছাড়া একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৪২ টাকা ৩৮ পয়সা হয়েছে।