বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে, কমেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের

By স্টার বিজনেস রিপোর্ট
21 November 2023, 16:31 PM
UPDATED 21 November 2023, 22:59 PM

দেশের বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ বাড়লেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর সময়ে বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়েছে ৭ হাজার ৯০২ কোটি টাকা, তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমেছে ৮ হাজার ৬৫৭ কোটি টাকা।

সামগ্রিকভাবে বাংলাদেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কমেছে। মূলত পুনঃতফসিলের মাধ্যমে জনতা ব্যাংকের কিছু খেলাপি ঋণ নিয়মিত করার কারণে খেলাপি ঋণ কমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩৯৭ কোটি টাকায়, যা জুনের তুলনায় মাত্র ৬৪২ কোটি টাকা কম।

তবে, গত বছরের তুলনায় খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ১০১ কোটি টাকা।