দুর্ভোগ

By স্টার অনলাইন রিপোর্ট
3 September 2022, 06:19 AM
UPDATED 3 September 2022, 12:26 PM

আবর্জনা জমে রাজধানীর শ্যামপুরের কদমতলী এলাকার অনেক নিষ্কাশন নালা বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় পাশের একটি ডাইং কারখানার পানি উপচে চলে এসেছে মূল সড়কে। এই লাল রঙের পানির মধ্য দিয়ে চলা একটি ভ্যান ঠেলে নিতে সহযোগিতা করছেন স্থানীয় এক ব্যক্তি।

জানা গেছে, ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এই এলাকার নালা ও সড়ক মেরামতের কাজ শুরু করেছে। তবে তা শেষ হতে কয়েক মাস সময় লাগবে।

সম্প্রতি কদমতলী এলাকা থেকে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী আনিসুর রহমান