অক্টোবরে রপ্তানি বেড়েছে ২১ শতাংশ

By স্টার বিজনেস রিপোর্ট
10 November 2024, 12:07 PM

নিটওয়্যার ও ওভেন পোশাক রপ্তানি বেড়ে যাওয়ায় গত অক্টোবরে দেশের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেড়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, গত অক্টোবরে রপ্তানি হয়েছে ৪১৩ কোটি ডলার যা গত বছর একই সময়ে ছিল ৩৪২ কোটি ডলার।

অক্টোবরের রপ্তানি যোগ হয়ে জুলাই-অক্টোবর পর্যন্ত মোট রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেড়ে ১,৫৭৮ কোটি ডলার দাঁড়িয়েছে। এক বছর আগে এটি ছিল ১,৪২৪ কোটি ডলার।

দেশের রপ্তানি আয়ের চার ভাগের তিন ভাগের বেশি আসে তৈরি পোশাক থেকে।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে এই খাতে ১১ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে।

গত অক্টোবরে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেড়ে ৩২৯ কোটি ডলারে দাঁড়িয়েছে।