ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে

By স্টার বিজনেস রিপোর্ট
1 August 2023, 07:14 AM
UPDATED 1 August 2023, 13:35 PM

বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চলতি বছরের এপ্রিল থেকে জুন তথা দ্বিতীয় প্রান্তিকের মুনাফা কমেছে।

এ সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ কোটি ৫০ লাখ টাকা।

প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয়ও কমেছে ৮ টাকা ৫৭ পয়সা। এটি আগের বছরের একই সময়ে ছিল ৯ টাকা ৩৭ পয়সা।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে জনপ্রিয় পণ্য হরলিকসের বিক্রি ৮ শতাংশ কমেছে। এটি গত বছর একই সময়ের ৯০ কোটি টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৮২ কোটি টাকায়।

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার আগে গ্লোক্সোস্মিথক্লাইন নামে পরিচিত ছিল।

দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা কমলেও প্রথম প্রান্তিকে বেশি মুনাফাকে হিসাবে নিলে দেখা যায় এর অর্ধবার্ষিক মুনাফা বেড়েছে।

গত জানুয়ারি থেকে জুনে প্রতিষ্ঠানটির মুনাফা ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩৬ কোটি টাকায়।

গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রতিষ্ঠানটির শেয়ার আগের দিনের তুলনায় শূন্য দশমিক ২৪ শতাংশ বেড়ে ২ হাজার ৩৪ টাকায় লেনদেন হয়।