সেপ্টেম্বরে আসছে ‘টাকা-রুপি কার্ড’

By স্টার বিজনেস রিপোর্ট
11 July 2023, 06:38 AM
UPDATED 11 July 2023, 16:14 PM

দেশে ও প্রতিবেশী ভারতে বিল পরিশোধের জন্য আগামী সেপ্টেম্বরে 'টাকা-রুপি কার্ড' চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

আজ মঙ্গলবার রাজধানীর লা মেরেডিয়ান হোটেলে বাংলাদেশ ব্যাংক ও ভারতীয় হাইকমিশন পণ্য আমদানিতে রুপি ব্যবহারের ঘোষণা দেওয়ার অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার এ তথ্য জানান।

তিনি বলেন, 'আমরা আমাদের এই জাতীয় কার্ড চালুর প্রক্রিয়ায় আছি।'

বর্তমানে পর্যটকরা ভারতে যাওয়ার আগে ডলার কিনতে বাধ্য হন। ভারতে যাওয়ার পর তারা সেই ডলার রুপিতে রূপান্তর করেন।

নতুন কার্ড চালু হলে পর্যটকদের ২ বার মুদ্রা পরিবর্তনের লোকসান কমাবে।