ডিপজলের শ্যালিকা মিম!

By স্টার অনলাইন রিপোর্ট
20 October 2017, 05:22 AM
UPDATED 21 October 2017, 15:14 PM

অভিনেতা ডিপজলের শ্যালিকা বিদ্যা সিনহা মিম। তবে সেটি বাস্তবে নয়। “দুলাভাই জিন্দাবাদ” ছবিতে মৌসুমীর বোন অর্থাৎ ডিপজলের শ্যালিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

“দুলাভাই জিন্দাবাদ” আজ (২০ অক্টোবর) ১২৮টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। সিনেমাটির পরিচালক মনতাজুর রহমান আকবর দ্য ডেইলি স্টার অনলাইনকে এই তথ্য জানিয়েছেন।

তিনি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার বিশ্বাস, ছবিটি দেখার জন্যে দর্শকরা হলে আসবেন। তাঁরা সুন্দর একটি গল্প দেখতে চান, যা আমার এই ছবিতে রয়েছে। তাঁরা শিল্পীদের ভালো অভিনয়ও দেখতে চান। আমি মনে করি, ছবিতে এরও কোনো ঘাটতি নেই।”

বিদ্যা সিনহা মিম দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সন্তান কেমন হবে, সেটি কিন্তু তার মা-বাবা আগে থেকেই জানতে পারেন না। সিনেমার বিষয়টিও ঠিক তেমনি। নিজেকে উজাড় করে অভিনয় করেছি। বাকিটা দর্শকরা বলবেন কেমন হয়েছে।”

“দুলাভাই জিন্দাবাদ” এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডিপজল, মৌসুমী, বাপ্পী, বিদ্যা সিনহা মিম, আহমেদ শরিফ, অমিত হাসান, দিলারা, অরুণা বিশ্বাস, নাদির খান, শবনম পারভিন, ইলিয়াস কোবরা ও সুব্রত।

এর আগে এফআই মানিকের পরিচালনায় “সৌভাগ্য” ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ডিপজল ও মৌসুমী।