উইজ এয়ার আবুধাবির বিরুদ্ধে আইনি নোটিশ

By স্টার অনলাইন রিপোর্ট
15 May 2023, 16:36 PM
UPDATED 15 May 2023, 22:41 PM

ঢাকা-আবুধাবি রুটে আবুধাবির উইজ এয়ারকে স্বল্পমূল্যে ফ্লাইট পরিচালনার অনুমতি না দেওয়ার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম।

আজ সোমবার এই নোটিশ পাঠানো হয়।

যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এ নোটিশ পাঠান। তিনি এ বিষয়ে বলেন, অত্যন্ত স্বল্পমূল্যের এয়ারলাইন্স উইজ এয়ারকে অনুমতি দেওয়া হলে দেশের দুটি এয়ারলাইন্স 'বিমান' ও 'ইউএস-বাংলা' মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। 

আইনি নোটিশে আরও বলা হয়, ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়ার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো অনুমতি নেয়নি এবং দেশের কোনো এয়ারলাইন্সের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেনি।