দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ফারুক আস্তানা
ফারুক আস্তানা
18 January 2024, 17:11 PM

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ আফ্রিকার কুরুমান এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম রাজিবের (৪২) গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।

কুরুমান এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারালে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজিব দীর্ঘসময় দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় ব্যবসা করে আসছিলেন বলে জানা গেছে।