গ্রিসে নিখোঁজ পোলিশ নারীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার বাংলাদেশিকে নিয়ে তদন্ত

মতিউর রহমান মুন্না
মতিউর রহমান মুন্না
19 June 2023, 06:05 AM
UPDATED 19 June 2023, 12:15 PM

গ্রিসের কোস দ্বীপ থেকে নিখোঁজ পোল্যান্ডের নাগরিক ২৭ বছর বয়সী আনাস্তাসিয়া-প্যাট্রিসিয়া রুবিনস্কার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার বাংলাদেশিকে নিয়ে তদন্ত করছে পুলিশ।

গতকাল রোববার রাতে গ্রেপ্তারকৃত বাংলাদেশির বাসস্থান থেকে ১ কিলোমিটার দূরে একটি নির্জন স্থান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, এক নারী স্বেচ্ছাসেবী প্রথমে মরদেহটি খুঁজে পান। শরীরের অর্ধেকটা কালো ব্যাগের ভিতর আর বাকি অর্ধেক চাদরে মোড়ানো ছিল।

মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন ছিল না। মরদেহটি ডালপালা ও শুকনো ঘাস দিয়ে ঢেকে রাখা ছিল।

এ ঘটনায় আটক ৩২ বছর বয়সী এক বাংলাদেশিকে তদন্ত করছে পুলিশ। তার ব্যক্তিগত জিনিসপত্র পুলিশের ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য এথেন্সে আছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ওই নারীর নিখোঁজ হওয়ার আগে গ্রেপ্তারকৃত মূল সন্দেহভাজন বাংলাদেশির সঙ্গে তার শেষ দেখা হয়েছিল। বাংলাদেশি ছাড়াও তার পাকিস্তানি রুমমেটকে নিয়ে তদন্ত করছে পুলিশ।

জেনেটিক উপাদানের বিশ্লেষণ থেকে পাওয়া প্রমাণগুলো গুরুত্বপূর্ণ। কারণ ওই বাংলাদেশি যে বাড়ি থাকতেন, সেখানে ওই পোলিশ নারীর ডিএনএ পাওয়া গেছে বলে স্থানীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত বাংলাদেশির নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।