শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দেশেই আছেন, সামরিক বাহিনীর সঙ্গে বৈঠক

By স্টার অনলাইন ডেস্ক
12 July 2022, 04:35 AM
UPDATED 12 July 2022, 10:39 AM

যখন সর্বত্র আলোচনা কোথায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তখন খবর এলো তিনি দেশেই আছেন। শুধু তাই নয়, তিনি দেশটির ৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন।

গতকাল সোমবার শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার গণবিক্ষোভ চূড়ান্ত রূপ নেওয়ার পর গোতাবায়া নৌবাহিনীর জাহাজে শ্রীলঙ্কার জলসীমার মধ্যে ছিলেন। গতকাল সকালে তিনি স্থলভূমিতে আসেন এবং ৩ বাহিনীর প্রধান ও চিফ অব ডিফেন্সের সঙ্গে বৈঠক করেন।

গোতাবায়া বলেছেন, তিনি আগামী ১৩ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের পদ ছাড়বেন এবং এর পরপরই বিদেশে চলে যাবেন।