শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাই

By স্টার অনলাইন ডেস্ক
12 July 2022, 04:00 AM
UPDATED 12 July 2022, 10:03 AM

প্রবল গণআন্দোলনের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের পদত্যাগের পর দেশটির পার্লামেন্ট আগামী ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করবে।

গতকাল সোমবার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা যাপা আবেবর্ধনের বরাত দিয়ে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আগামী ১৫ জুলাই পার্লামেন্টের বৈঠক ডাকা হয়েছে। তখন পার্লামেন্টকে জানানো হবে যে প্রেসিডেন্টের পদ খালি আছে।

স্পিকার আবেবর্ধন গণমাধ্যমকে বলেন, 'আগামী ১৯ জুলাই প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থিতা আহ্বান করা হবে। পরদিন পার্লামেন্টের সদস্যদের ভোটে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।'

প্রতিবেদনে আরও বলা হয়, দেশটির রাজনৈতিক দলের নেতারা নতুন প্রেসিডেন্টের অধীনে সর্বদলীয় সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।