ইরানের সাবেক রাষ্ট্রপতি রফসানজানি মারা গেছেন

By রয়টার্স
9 January 2017, 07:20 AM
UPDATED 10 January 2023, 15:45 PM

ইরানের সাবেক রাষ্ট্রপতি আকবর হাশেমি রফসানজানি রবিবার ৮২ বছর বয়সে মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা থেকে রাফসানজানির মৃত্যুর খবর জানানো হয়েছে।

রাফসানজানির মৃত্যুকে ইরানের মধ্য ও সংস্কারপন্থিদের জন্য একটি বড় দুঃসংবাদ বলে মনে করা হচ্ছে।

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা ফারস জানায়, "হৃদরোগে আক্রান্ত হওয়ার পর আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানিকে হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকরা এক ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা করলেও সফল হতে পারেননি।"

রাফসানজানির মৃত্যুতে শোকার্ত স্থানীয় বাসিন্দারা উত্তর তেহরানে হাসপাতালের সামনে জড়ো হন। শোকের প্রতীক হিসেবে রাষ্ট্রীয় টেলিভিশনে কালো ব্যানার প্রদর্শন করা হয়।

দুর্নীতির দায়ে জেলে থাকা রাফসানজানির ছেলে মেহদি পুলিশ পাহারায় হাসপাতালে এসে তার পিতাকে শেষ বিদায় জানান।