আঁখি আলমগীরের নতুন গান ‘পিয়া গিয়েছে দুবাই’

By স্টার অনলাইন রিপোর্ট
25 June 2022, 09:03 AM
UPDATED 25 June 2022, 15:17 PM

দূরে থাকা প্রিয় মানুষকে নিয়ে নতুন গান গেয়েছেন আঁখি আলমগীর। গানের শিরোনাম 'পিয়া গিয়েছে দুবাই'।

গানটির কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আকাশ সেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আগামী ঈদুল আযহায় গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন।

aakhi_2.jpg
আঁখি আলমগীর। ছবি: সংগৃহীত

আঁখি আলমগীর বলেন, 'গানটা নিয়ে আমি অনেক উচ্ছ্বসিত। যারা নাচতে পছন্দ করেন গানটি তাদের পছন্দ হবে। তাদের জন্যই আমার এই গানটি। এই মিষ্টি গান যাদের ভালোবাসার মানুষ দূরে থাকে তারা গানটি অনুভব করতে পারবে। গানটি আমরা কিছুটা ফান অ্যান্ড ড্যান্স এর মিশেলে উপস্থাপন করছি। শ্রোতা-দর্শকদের গানটি ভালো লাগবে।'