শর্মিলী আহমেদের জানাজা উত্তরায়, বনানীতে দাফন

By স্টার অনলাইন রিপোর্ট
8 July 2022, 05:36 AM
UPDATED 8 July 2022, 12:09 PM

প্রখ্যাত অভিনেত্রী শর্মিলী আহমেদের জানাজা আজ শুক্রবার বাদ জুম্মা রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান শর্মিলী আহমেদের বোন অভিনয়শিল্পী ওয়াহিদা মল্লিক জলি।

তিনি বলেন, 'জানাজা শেষে আত্মীয়-স্বজনদের দেখার জন্য আপার মরদেহ বাসায় ঘণ্টা দুয়েক রাখা হবে। এরপর বাদ আসর বনানী কবরস্থানে স্বামীর কবরে তাকে সমাহিত করা হবে।'

এর আগে, আজ ভোরে রাজধানীর উত্তরার নিজ বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন শর্মিলী আহমেদ।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম জানান, অভিনেত্রী শর্মিলী আহমেদ ক্যানসারে আক্রান্ত ছিলেন। আজ ভোরে নিজ বাসায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে তার জন্ম।