পাইলট নাদিয়া

By স্টার অনলাইন রিপোর্ট
2 August 2022, 06:57 AM
UPDATED 2 August 2022, 13:07 PM

জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া এবারই প্রথম নারী পাইলটের চরিত্রে অভিনয় করেছেন। নতুন এই ধারাবাহিকের নাম 'প্রতীক্ষা'।

সম্প্রতি, নাদিয়া নাটকটির শুটিং শেষ করেছেন। এটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার। প্রযোজনায় বাংলাদেশ টেলিভিশন।

পাইলটের চরিত্রে অভিনয়ের বিষয়ে নাদিয়া আজ মঙ্গলবার সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, 'একজন অভিনেত্রী হিসেবে সবসময় নতুন নতুন চরিত্রে অভিনয় করতে ভালো লাগে। সেই হিসেবে পাইলটের চরিত্রটি আমার জন্য নতুন কিছু।'

'নিজেকে সত্যিই পাইলট মনে হচ্ছিল' উল্লেখ করে তিনি আরও বলেন, 'নতুন ধারাবাহিকে দর্শকরা আমাকে নতুনভাবে দেখতে পাবেন।'

ধারাবাহিকটি বিটিভিতে প্রচারিত হবে।

নাদিয়া বর্তমানে বকুলপুর সিজন টু ধারাবাহিকে শুটিং করছেন। এটি দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে।