বন্যার্তদের পাশে ফিরোজ ও তাশরিফ 

জাহিদ আকবর
জাহিদ আকবর
26 June 2022, 18:54 PM
UPDATED 27 June 2022, 01:41 AM

তারুণ্যের শক্তি অপরিসীম। বিভিন্ন দুর্যোগে অনেক তরুণ পিছুটান ভুলে এগিয়ে এসে দাঁড়ান অসহায় মানুষের পাশে। সম্প্রতি সিলেট-সুনামগঞ্জে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছেন ২ তরুণ।

তারা হলেন-ফিরোজ হাসান ও তাশরিফ খান।

ফিরোজ হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে 'ফ্রি মোশন ফিরোজ' পরিচিত। ভ্রমণপিপাসু ফিরোজ মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ান পাহাড়-বন-জঙ্গলে।

সেই ফিরোজ হাসান সিলেট-সুনামগঞ্জে বানভাসিদের চাল, ডাল, পানিসহ বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়েছেন। অন্যদেরও এগিয়ে আসতে নিয়মিত উৎসাহ দিয়ে যাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এর আগেও তিনি ভ্রমণের সময় অসহায় পথচারী, পথশিশুদের সাহায্য করতেন এবং সে সবের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেন।

আরেক তরুণ গায়ক তাশরিফ খান সিলেটের বন্যার প্রথম দিকে বন্যার্তদের জন্য ১৬ লাখ টাকার তহবিল সংগ্রহ করেন। পরে আরও সহায়তা চেয়ে ফেসবুক লাইভ করেন।

এ পর্যন্ত তার আহ্বানে মোট ২ কোটি টাকার বেশি তহবিল সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত ৫ হাজারের বেশি পরিবারকে ১২-১৫ দিনের খাবার ও ওষুধ পৌঁছে দিয়েছেন।

তাদের এ কাজে সহায়তা করছে সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, সেইভ সিলেট।

তাশরিফ খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আপনাদের সাহায্যের ওপর নির্ভর করবে, আমরা বন্যায় আক্রান্ত অন্যান্য জেলায় কাজ করতে পারব কি না। যতদিন মানুষের ঘরে পানি আছে ততদিন আমরা মাঠে থাকব। শিগগির অন্যান্য জেলায় গিয়ে কাজ করব।'

তাশরিফ জানান, 'কুঁড়েঘর' ব্যান্ডের ভোকাল তিনি।

তার গাওয়া 'আমি মানে তুমি', ব্যাচেলর', 'তাইতো আইলাম সাগরে', 'ময়নারে' গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে।