চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ জনের মনোনয়নপত্র সংগ্রহ

By নিজস্ব সংবাদদাতা, চবি
15 September 2025, 13:21 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ১৪১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয় থেকে কেন্দ্রীয় সংসদে ৭১ জন এবং হল সংসদের জন্য ৭০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সূত্র জানিয়েছে, ছাত্র হলে ২৫ জন এবং ছাত্রী হলে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, 'আমি অত্যন্ত আনন্দিত যে, শিক্ষার্থীদের মাঝে স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপত্র সংগ্রহ চলছে। দুই দিনে কেন্দ্রে ৯৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। ছাত্র হলে ২৬ জন ও ছাত্রী হলে ৪৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে।'

মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন গতকাল ২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। দুই দিনে মোট ১৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

এদিন ইসলামী ছাত্র আন্দোলন 'সচেতন শিক্ষার্থীর সংসদ' নামে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।

ভিপি পদে সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী আবদুর রহমান রবিন, জিএস পদে ইসলামিক স্টাডিজ বিভাগের ২১-২২ সেশনের আবদুর রহমান এবং এজিএস পদে মোহাম্মদ আব্দুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া নবাব ফয়জুন্নেছা মুজিব হলে আদিবাসী নারী শিক্ষার্থীরা হল সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন। তাদের মধ্যে ভিপি পদে পারমিতা চাকমা, জিএস পদে সিংঞোইউ মারমা এবং এজিএস পদে মে থুই চিৎ খেয়াং প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গতকাল বামপন্থী ছাত্র সংগঠনগুলো সমন্বিতভাবে 'দ্রোহ পর্ষদ' নামে প্যানেল ঘোষণা করে।