ডাকসু নির্বাচনে ৫৬৫ মনোনয়নপত্র বিতরণ, জমার শেষ তারিখ কাল

By নিজস্ব সংবাদদাতা, ঢাবি
18 August 2025, 14:07 PM
UPDATED 18 August 2025, 21:58 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে শিক্ষার্থীরা মোট ৫৬৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া, সব হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ হয়েছে এক হাজার ২২৬টি।

আজ সোমবার মনোনয়নপত্র বিতরণের শেষ দিন বিকেলে ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জসীম উদ্দিন সাংবাদিকদের এ কথা জানান।

গত ১২ আগস্ট থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। মনোনয়নপত্র জমার শেষ দিন আগামীকাল মঙ্গলবার।

অধ্যাপক ড. জসীম উদ্দিন বলেন, 'ডাকসু আমাদের বৈধ শিক্ষার্থীদের অনুষ্ঠান। এখানে কোনো রাজনৈতিক দল নেই। আমরা গত ১২ আগস্ট থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছি। এখানে কেউ কোনো দলীয় পরিচয় দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেনি। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যারা ভোটার এবং বৈধ শিক্ষার্থী, তারা শুধু মনোনয়নপত্র নিয়েছে।'

তিনি আরও বলেন, 'আগামীকাল মনোনয়নপত্র জমা হলে জানা যাবে ভিপি, জিএস বা এজিএস পদে কতজন নির্বাচনে অংশ নিচ্ছেন।'