ইলন মাস্কের সমালোচনাকারী সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত

By স্টার অনলাইন ডেস্ক
16 December 2022, 09:26 AM
UPDATED 16 December 2022, 15:55 PM

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নতুন মালিক ইলন মাস্কের সমালোচনা করে প্রতিবেদন তৈরির কারণে বেশ কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মাস্ক সাংবাদিকদের বিরুদ্ধে 'ডক্সিং' বা ব্যক্তিগত তথ্য প্রকাশের মাধ্যমে তার পরিবারকে বিপন্ন করার অভিযোগ এনে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই এই স্থগিতাদেশ জারি করেন।

বরখাস্ত হওয়া সাংবাদিকদের মধ্যে নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, সিএনএন, দ্য ইন্টারসেপ্ট এবং ভয়েস অব আমেরিকার সাংবাদিকরা রয়েছেন।

পরে ইলন মাস্ক সাংবাদিকদের বিরুদ্ধে প্ল্যাটফর্মটির 'বেসিক্যালি অ্যাসাসিনেশন কোঅর্ডিনেশন' পলিসি লঙ্ঘনের অভিযোগ তোলেন।