টুইটার অফিস সাময়িক বন্ধ

By স্টার অনলাইন ডেস্ক
18 November 2022, 06:29 AM

টুইটারের অফিসগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে। অবিলম্বে এটি কার্যকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ শুক্রবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক বার্তায় কর্মীদের বলা হয়েছে, ২১ নভেম্বর অফিসগুলো আবার খুলে দেওয়া হবে। তবে কী কারণে অফিসগুলো বন্ধ থাকবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

এ সময় কর্মীদের বলা হয়, 'অনুগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম বা অন্য কোথাও প্রতিষ্ঠানের গোপন তথ্য নিয়ে আলোচনা করা যাবে না। প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলুন।'