৩০ এর মধ্যে ২৯, ফ্রিল্যান্সার নিয়োগে বাংলাদেশের অবস্থান

By টেক ও স্টার্টআপ ডেস্ক
21 May 2024, 08:02 AM
UPDATED 21 May 2024, 14:32 PM

সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের সাম্প্রতিক এক প্রতিবেদনে ৪৬ দশমিক ৯২ স্কোর নিয়ে ফ্রিল্যান্সার নিয়োগে ৩০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৯তম।

যুক্তরাষ্ট্র, ভারত ও যুক্তরাজ্য যথাক্রমে ৯৭ দশমিক ৪৬, ৯৫ দশমিক ৭১ ও ৯৪ দশমিক ৮১ স্কোর নিয়ে শীর্ষ তিনটি দেশ হিসেবে স্থান পেয়েছে।

চীন ও পাকিস্তান যথাক্রমে ৫৬ দশমিক ৩১ ও ৪৮ দশমিক ৫৬ স্কোর নিয়ে ২২ ও ২৮তম অবস্থানে আছে। ৪৫ দশমকি ৯৩ স্কোর নিয়ে ৩০তম দেশ নাইজেরিয়া।

সাময়িকীতে বলা হয়েছে, বিশ্বব্যাপী প্রায় ১৫৭ কোটি ফ্রিল্যান্সার আছে। ধারণা করা হয়, ফ্রিল্যান্স প্ল্যাটফর্মের বাজার তিন দশমিক ৩৯ বিলিয়ন ডলারের।

এতে আরও বলা হয়, বিশ্বব্যাপী ফ্রিল্যান্সাররা ঘণ্টায় গড়ে ২১ ডলার আয় করেন। এর মধ্যে প্রায় ৭০ শতাংশের বয়স ৩৫ বা তার কম।