ঢাকায় ইলেকট্রিক গাড়ির বাণিজ্যিক চার্জিং স্টেশন চালু

By জাহিদুর রাব্বি
3 December 2023, 09:02 AM
UPDATED 3 December 2023, 17:52 PM

ঢাকা বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান ডেসকো এবং সুমাত্রা ফিলিং স্টেশনের সঙ্গে একটি যৌথ উদ্যোগে ক্র্যাক প্লাটুন সল্যুশন লিমিটেড তাদের প্রথম বাণিজ্যিক ইলেকট্রিক গাড়ি (ইভি) চার্জিং স্টেশন স্থাপন করেছে।

স্টেশনটি ঢাকা ক্যান্টনমেন্টের মানিকদিতে অবস্থিত। এই স্টেশনের মাধ্যমে যেকোনো ব্র্যান্ডের যেকোনো ইলেকট্রিক গাড়ি চার্জ করা যাবে।

 

ক্র্যাক প্লাটুন চার্জিং সল্যুশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর শাহরিয়ার উৎস মত প্রকাশ করেন, বাণিজ্যিক চার্জিং স্টেশনে দ্রুত চার্জ হওয়া আবশ্যক। 

'পরিবহন প্রতিষ্ঠানগুলোতে গাড়ির ব্র্যান্ড ভেদে ব্যাটারি চার্জ করতে পাঁচ থেকে আট ঘণ্টা সময় লেগে যায়। অপরদিকে, আমাদের স্টেশনগুলোতে ব্যাটারির ধারণক্ষমতা অনুযায়ী ২৫ থেকে ৪০ মিনিটের মধ্যে চার্জ দেওয়া যায়। যার ফলে এ ধরনের আরও স্টেশন চালু হলে ব্যবহারকারীরা ইলেকট্রিক গাড়ি নিয়ে লং ড্রাইভেও যেতে পারবেন', যোগ করেন তিনি। 

ইংরেজি থেকে অনুবাদ করেছেন অনিন্দিতা চৌধুরী