খুশির খবরে মোস্তাফিজ খাওয়াবেন কিনা ‘সংশয়ে’ শান্ত
নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা ব্যস্ত ছিলেন বিজয় দিবসের প্রীতি ম্যাচে। বন্ধুত্বের আদলে আয়োজিত ম্যাচের মাঝেই পান আইপিএলের নিলামে মোস্তাফিজুর রহমানের রেকর্ড মূল্যে দল পাওয়ার খবর। আনন্দের প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি মোস্তাফিজকে খোঁচা মেরে মজাও করলেন শান্ত।
ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বিজয় দিবসে বর্তমান খেলোয়াড়দের নিয়ে প্রীতি ম্যাচ আয়োজন করে। মিরাজের নেতৃত্ব 'অদম্য', শান্তর 'অপরাজেয়' দলকে হারিয়ে অল স্টার্স কাপ জিতেছে।
এই ম্যাচ শেষেও আলোচনায় চলে আসেন মোস্তাফিজ, কারণ খানিক আগেই নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তিনি দল পান কলকাতা নাইট রাইডার্সে। আইপিএলের নিলামে বাংলাদেশের কোন খেলোয়াড়ের এটাই সর্বোচ্চ মূল্য। মোস্তাফিজকে দলে নিতে আগ্রহ দেখায় তিন দল। চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসকে টপকে তাকে দলে পায় কলকাতা।
সংবাদ সম্মেলনে শান্ত দেন উচ্ছ্বসিত প্রতিক্রিয়া, 'শুনলাম খুবই ভালো খবর। কত জানি না। (সংবাদিকরা দাম জানানোর পর)... ভাই এটা খুবই ভালো খবর। আপনাদের উচিত এটাকে যত বেশি সম্ভব ভালোভাবে প্রচার করা।'
এখন সতীর্থের কাছ থেকে ট্রিট বুঝে নেবেন কিনা জানতে চাওয়া হলে খোঁচা মেরে মজা নেন শান্ত, 'চেষ্টা করব নেওয়ার (ট্রিট)। করাবে না মনে হয় (ট্রিট), তবে চেষ্টা করব নেওয়ার, কিন্তু সংশয় আছে।'
মোস্তাফিজের চড়া মূল্য দেখে ভীষণ খুশি মিরাজও। তার কাছে এটা মনে হচ্ছে দেশের জন্য আশীর্বাদ, 'নিলাম দেখিনি, শুনেছি ও খুব ভালো দাম পেয়েছে। এটা আমাদের জন্য আশীর্বাদ।'
এদিন নিলামে উঠলেও দল পাননি বাংলাদেশের আরেক তারকা তাসকিন আহমেদ।