নেপালকে উড়িয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশের যুবারা

By স্পোর্টস ডেস্ক
15 December 2025, 10:52 AM

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ট্রফি ধরে রাখার পথে টানা দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। মোহাম্মদ সবুজ, সাদ ইসলামদের দারুণ বোলিংয়ের পর জাওয়াদ আবরারের ফিফটিতে অনায়াসে জিতেছে যুবারা।

সোমবার দুবাইতে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। আগে ব্যাট করে নেপাল গুটিয়ে যায় স্রেফ ১৩০ রানে। ২৪.৫ ওভারে ওই রান টপকে জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। ওপেনার জাওয়াদ ৬৭ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন।এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তিন উইকেটে জিতেছিল জুনিয়র টাইগাররা। সেই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেছিলেন জাওয়াদ।'

টস জিতে নেপালকে আগে ব্যাট করতে দেয় বাংলাদেশ। সবুজ, সাদরা প্রতিপক্ষকে ৩১.১ ওভারে ১৩০ রানে গুটিয়ে দেন। বল হাতে তিন উইকেট নেন  সবুজ। এছাড়া সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম নেন দুটি করে উইকেট। সহজ রান তাড়ায় রিফাত বেগ ও আজিজুল হাকিম দ্রুত ফিরে গিয়েছিলেন। তবে কালাম সিদ্দিকি এলিনকে নিয়ে বড় জুটিতে কাজ সহজ করে দেন জাওয়াদ। এলিন ৬৬ বলে ৩৪ করে ফিরে গেলেও জাওয়াদ ছিলেন অবিচল। শেষ দিকে রিজান হাসান নেমে চার-ছক্কায় শেষ করে দেন খেলা। 

দুই ম্যাচে দুই জয়ে গ্রুপ 'বি' থেকে সেমিফাইনালে ওঠার দৌড়ে ভালো অবস্থানে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। গ্রুপ পর্বে শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আজিজুল হাকিম তামিমের দল।