বিজয় দিবসে মিরাজের ‘অদম্য’ ও শান্তর ‘অপরাজেয়’ দলে যারা খেলবেন

By ক্রীড়া প্রতিবেদক
15 December 2025, 10:29 AM
UPDATED 15 December 2025, 16:41 PM

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোশিয়েশন (কোয়াব)'র আয়োজনে প্রীতি ম্যাচ খেলবেন বাংলাদেশের বর্তমান ক্রিকেটাররা। এজন্য তৈরি করা হয়েছে দুটি দল। যার একটির নেতৃত্বে থাকবেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অন্যটি সামলাবেন  ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

মিরাজের দলের নাম রাখা হয়েছে অদম্য। শান্তর দল 'অপরাজেয়।' মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৬ ডিসেম্বর, বিজয় দিবসের দিন বিকেল সাড়ে ৫টায় শুরু হবে এই ম্যাচ।

দর্শকরাও উপভোগ করতে পারবেন এই প্রীতি ম্যাচ। সেজন্য www.gobcbticket.com সাইটে গিয়ে টিকেট কিনতে হবে তাদের। যারা মাঠে যেতে পারবেন না, ঘরে বসে উপভোগ করতে তাদের চোখ রাখতে হবে টি-স্পোর্টসের পর্দায়।

বিজয় দিবসের সকালেও মিরপুরে আছে আরেক প্রীতি ম্যাচ। প্রতি বছরের মতো এবারও বিসিবির উদ্যোগে মাঠে লড়বে শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশ। যেখানে মূলত খেলবেন দেশের সাবেক ক্রিকেটাররা।

অদম্য: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, আকবর আলি, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম।

অপরাজেয়:  নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, জিসান আলম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, এসএম মেহরুব, রাকিবুল হাসান, রিপন মন্ডল, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন।