মাত্র ১০০ রুপিতে দেখা যাবে বিশ্বকাপের খেলা

By স্পোর্টস ডেস্ক
11 December 2025, 14:48 PM
UPDATED 11 December 2025, 20:51 PM

আসছে ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন আসর। বিশ্বকাপ সামনে রেখে প্রায় দুই মাস আগেই ছাড়া হয়েছে টিকিট। আজ সন্ধ্যা সোয়া সাতটায় উন্মুক্ত হওয়া টিকেটের মূল্য শুরু হয়েছে ভারতীয় ১০০ রুপি থেকে।

আইসিসি জানিয়েছে ভারতের ভেন্যুগুলোতে টিকিটের দাম শুরু মাত্র ১০০ রুপি (প্রায় ১.১১ ডলার) এবং শ্রীলঙ্কায় ১০০০ রুপি (প্রায় ৩.২৬ ডলার) থেকে।

প্রথম ধাপে ২০ লাখের বেশি টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। দ্বিতীয় ধাপের টিকিট বিক্রির ঘোষণা শিগগিরই দেওয়া হবে।

টুর্নামেন্টের ১০ম সংস্করণকে স্মরণীয় করে তুলতে এবং ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় সর্বস্তরের ক্রিকেটপ্রেমীদের ন্যায্য ও সমান সুযোগ দেওয়ার লক্ষ্যেই প্রথম ধাপের টিকিটের দাম এত কম রাখা হয়েছে।

টি২০ বিশ্বকাপের উদ্বোধনী দিনেই থাকবে তিন ভেন্যুতে তিন ম্যাচ। ৭ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান মুখোমুখি হবে নেদারল্যান্ডসের, কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আর মুম্বাইয়ে ভারত মোকাবিলা করবে যুক্তরাষ্ট্রকে।

টিকিটকে সাশ্রয়ী রাখার কৌশল নিয়ে আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা বলেন, 'টিকিট বিক্রির প্রথম ধাপ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা এমন একটি বিশ্বমঞ্চ তৈরি করতে চাই যেখানে প্রত্যেক ভক্ত—তাদের পটভূমি, ভৌগোলিক অবস্থান বা আর্থিক সামর্থ্য যাই হোক না কেন—স্টেডিয়ামে বসে বিশ্বমানের ক্রিকেট উপভোগ করার সুযোগ পাবেন।'

'মাত্র ১০০ রুপি এবং ১০০০ শ্রীলঙ্কান রুপি থেকে টিকিট শুরুর মাধ্যমে আমরা টুর্নামেন্টটিকে সবার নাগালের মধ্যে আনতে চাইছি। এটি মূলত ক্রিকেটের বৈশ্বিক উৎসবে ভক্তদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার এক উদ্যোগ—যেখানে দর্শকরা দূর থেকে নয়, বরং স্টেডিয়ামের আবেগ, উত্তেজনা ও জাদুর অংশ হয়ে উঠবেন।'

২০২৬ সালের এই বিশ্ব টুর্নামেন্টে অংশ নেবে ২০ দল, মোট ম্যাচ হবে ৫৫টি। গ্রুপ পর্ব দিয়ে শুরু হয়ে পরে নকআউট পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বিসিসিআ'র সচিব দেবজিত সাইকিয়া জানান, '১০০ রুপি থেকে টিকিট শুরু হওয়ায় আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপ ২০২৬ নিয়ে উন্মাদনা আরও বেড়ে গেছে। আমরা বিশ্বমানের ম্যাচ-ডে অভিজ্ঞতা দিতে বদ্ধপরিকর, যেখানে থাকবে আধুনিক সুবিধা, নির্বিঘ্ন ব্যবস্থাপনা ও প্রাণবন্ত স্টেডিয়াম পরিবেশ।'

শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলে ডি সিলভা আশা প্রকাশ করেন, মাঠ ভরে উঠবে সমর্থকদের উদ্দীপনায়, 'ভারতের সঙ্গে এ ধরনের মর্যাদাপূর্ণ ইভেন্ট আয়োজন করতে পেরে আমরা গর্বিত। বিশ্বের নানা প্রান্ত থেকে সমর্থকদের আমাদের স্টেডিয়ামে স্বাগত জানানোর অপেক্ষায় আছি। টিকিট বিক্রির প্রথম ধাপ উন্মুক্ত হওয়ায় সবাইকে যত দ্রুত সম্ভব নিজেদের আসন নিশ্চিত করার অনুরোধ জানাচ্ছি।'

ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার আটটি স্টেডিয়ামে—নরেন্দ্র মোদি স্টেডিয়াম (আহমেদাবাদ), এমএ চিদাম্বরম স্টেডিয়াম (চেন্নাই), অরুণ জেটলি স্টেডিয়াম (নয়াদিল্লি), ওয়াংখেড়ে স্টেডিয়াম (মুম্বাই), ইডেন গার্ডেন্স (কলকাতা), আর. প্রেমাদাসা স্টেডিয়াম (কলম্বো), সিংহলীজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড (কলম্বো) এবং পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম (ক্যান্ডি)।