তদন্ত কমিটিকে লিখিত বিবৃতি জমা দিলেন জাহানারা

By ক্রীড়া প্রতিবেদক
11 December 2025, 14:38 PM

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তার যৌন হয়রানির অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির কাছে লিখিত বিবৃতি জমা দিয়েছেন।

বৃহস্পতিবার জাহানারার আইনজীবী দলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি ৪ ডিসেম্বর জাহানারা লিখিত বিবৃতি জমা দেন। এর আগে তিনি জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছিলেন। তদন্ত কমিটিকে শুরুতে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, যার সময়সীমা গত মাসেই শেষ হয়ে যায়। জাহানারার অনুরোধের পর কমিটিকে ২০ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগের সংবেদনশীলতা ও গোপনীয়তার কারণে তার লিখিত জবাবের বিষয়বস্তু প্রকাশ করা হবে না।

৩২ বছর বয়সী জাহানারা বর্তমানে মানসিক স্বাস্থ্যের কারণে ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন এবং অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

গত ৬ নভেম্বর ফ্রি ল্যান্স সাংবাদিক রিয়াসাদ আজিমের চ্যানেলে গুরুতর যৌন হয়রানি অভিযোগ করেন জাহানারা। সাবেক নারী দলের ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ছিলো মূল অভিযোগ। যৌন হয়রানি ও অশালীন আচরণের মাধ্যমে বিরক্ত করতেন বলে বলেছিলেন তিনি। এছাড়া তৃতীয় আরেকজনের মারফতে নারী উইংয়ের প্রয়াত কর্মকর্তা তৌহিদ মাহমুদ কুপ্রস্তাব দিয়েছিলেন বলেও জানান জাহানারা।

এর আগে একটি জাতীয় দৈনিকে নারী দলে গ্রুপিং, পক্ষপাতিত্ব ও অবমাননাকর আচরণের বিষয়েও কথা বলেছিলেন সাবেক এই পেসার।

জাহানারা আরও দাবি করেন, ২০২২ সালে তিনি বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরীর কাছে যৌন হয়রানির অভিযোগের একটি বিস্তারিত লিখিত বিবরণ জমা দিয়েছিলেন, তবে তাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বিসিবির এই দায়িত্বশীলরা এই সত্যতা স্বীকার করেননি।

৮ নভেম্বর জাহানারার উত্থাপিত অভিযোগ তদন্তে বিসিবি প্রথমে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে, পরে তা বাড়িয়ে পাঁচ সদস্য করা হয়।