হোবার্ট হ্যারিকেন্সের হয়ে নামতে মুখিয়ে রিশাদ

By ক্রীড়া প্রতিবেদক
11 December 2025, 10:38 AM

হোবার্ট হ্যারিকেন্সের জার্সি গায়ে চাপিয়ে ছবি তুলেছেন রিশাদ হোসেন। সেই ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, 'অবশেষে হোবার্ট হ্যারিকেন্সের জার্সি পরলাম। দারুণ অনুভূতি হচ্ছে। খেলার দিকে তাকিয়ে আছি।'

গত মঙ্গলবার বিগ ব্যাশ লিগ খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দেন লেগ স্পিনার রিশাদ। আগামী ১৬ ডিসেম্বর সিডনি থান্ডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিগ ব্যাশে অভিষেক হতে পারে রিশাদের।

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি আসর বিগ ব্যাশ লিগের গত আসরেও ডাক পেয়েছিলেন রিশাদ হোসেন। বিপিএলে ও জাতীয় দলের ব্যস্ততার কারণে যেতে পারেননি। এবার বিপিএলের অনিশ্চয়তায় আগেভাগেই বিগ ব্যাশের দলের সঙ্গে চুক্তি করে ফেলেন। বিসিবিও ছাড়পত্র দিতে আপত্তি করেনি।

বিগ ব্যাশে এর আগে মাত্র একজন বাংলাদেশি খেলেছিলেন। ২০১৩-১৪ মৌসুমে অ্যাডিলেড স্টাইকার্সের হয়ে দুই ম্যাচ খেলেন সাকিব আল হাসান। পরের আসরে মেলবোর্ন রেনিগেডসের চার ম্যাচ খেলেন সাকিব।

হোবার্ট হারিকেন্সে বিদেশি কোটায় রিশাদ ছাড়াও আছেন আরও দুজন। ইংল্যান্ডের দুই অলরাউন্ডার  রেহান আহমেদ ও ক্রিস জর্ডান। এরমধ্যে রেহান রিশাদের মতই লেগ স্পিনিং অলরাউন্ডার। পেস অলরাউন্ডার হিসেবে পরিচিত জর্ডান।

রিশাদ মূলত বৈশ্বিক পরিমণ্ডলে আলো কাড়েন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। দারুণ বল করে প্রশংসিত হন তিনি। এরপর একাধিক ফ্র্যাঞ্চাইজি আসর থেকে তার উপর নজর পড়ছে।