ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে কোহলির আরও উন্নতি, টেস্টে ক্যারিয়ার সেরা অবস্থানে স্টার্ক 

By স্পোর্টস ডেস্ক
10 December 2025, 09:36 AM
UPDATED 13 December 2025, 14:55 PM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে রান বন্যার ফল পেলেন বিরাট কোহলি। ওয়ানডেতে ব্যাটারদের সর্বশেষ র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি, আর অ্যাশেজে আলো ছড়িয়ে টেস্ট বোলিংয়ে ক্যারিয়ার–সেরা অবস্থানে পৌঁছেছেন মিচেল স্টার্ক।

ভারতের মহাতারকা বিরাট কোহলি আবারও বিশ্বের সেরা ওডিআই ব্যাটার হওয়ার লড়াইয়ে এগিয়ে যাচ্ছেন, কারণ আইসিসির সর্বশেষ পুরুষদের ওডিআই র‌্যাংকিংয়ে তিনি আরও দুই ধাপ এগিয়েছেন।

২০২১ সালের এপ্রিল মাসে পাকিস্তানের বাবর আজম তার জায়গা দখল করার পর থেকে কোহলি আর ওডিআই ব্যাটারদের শীর্ষস্থান ধরে রাখতে পারেননি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তিনি আবার শীর্ষস্থানের খুব কাছাকাছি চলে এসেছেন।

৩৭ বছর বয়সী কোহলি সিরিজে মোট ৩০২ রান করে সিরিজ–সেরার পুরস্কার জেতেন এবং সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ রোহিত শর্মার পিছনে দ্বিতীয় স্থানে উঠে আসেন।

রোহিত সিরিজে ১৪৬ রান করে র‌্যাংকিংয়ে তার শীর্ষস্থান ধরে রেখেছেন। বিশাখাপত্তনমে সিরিজের শেষ ম্যাচে কোহলির ৬৫* রানের ইনিংসের কারণে দু'জনের রেটিং–পয়েন্টের ব্যবধান কমে এসেছে মাত্র ৮–এ।

১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ খেলবে ভারত। এই সিরিজে ওডিআই ব্যাটারদের শীর্ষস্থান ধরে রাখতে রোহিত ও কোহলির লড়াই দেখার জন্য সবার নজর থাকবে তাদের উপরেই।

এই সপ্তাহের আপডেটেড র‌্যাংকিংয়ে শুধু কোহলিই নয়, ভারতীয় ব্যাটারদের মধ্যেও বড় উন্নতি করেছেন কেএল রাহুল।  এই উইকেটকিপার–ব্যাটার দুই ধাপ এগিয়ে মোট র‌্যাংকিংয়ে ১২তম স্থানে উঠেছেন, আর বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব তিন ধাপ এগিয়ে ওডিআই বোলারদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন।

দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (তিন ধাপ এগিয়ে ১৩তম), এইডেন মারক্রাম (চার ধাপ এগিয়ে ২৫তম) এবং টেম্বা বাভুমা (তিন ধাপ এগিয়ে ৩৭তম)–ও ওডিআই ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন, যদিও ভারত ২–১ ব্যবধানে সিরিজ জিতেছে।

ভারত–দক্ষিণ আফ্রিকার টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পর টি–টোয়েন্টি র‌্যাংকিংয়েও পরিবর্তন হয়েছে। দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস তিন ধাপ উঠে ৮তম স্থানে গিয়ে প্রথমবারের মতো শীর্ষ ১০–এ জায়গা পেয়েছেন।

কটকে ভারতের ১০১ রানের বড় জয়ের পর টি–টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়েও তিন খেলোয়াড়ের উন্নতি হয়েছে—অক্ষর প্যাটেল দুই ধাপ উঠে ১৩তম, অর্শদীপ সিং তিন ধাপ উঠে ২০তম এবং জাসপ্রিত বুমরা ছয় ধাপ উঠে ২৫তম স্থানে পৌঁছেছেন।

টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে মিচেল স্টার্কের বড় লাফ মোটেও অবাক হওয়ার মতো কিছু নয়। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের প্রথম দুই টেস্টে টানা ম্যাচসেরা হওয়ার কারণে তিনি তিন ধাপ উঠে তৃতীয় স্থানে চলে এসেছেন।

দুই ম্যাচে স্টার্কের শিকার ১৮ উইকেট। ফলে তিনি ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং এবং সেরা অবস্থানে পৌঁছেছেন।

অস্ট্রেলিয়ায় ইংলিশ ব্যাটারদের রান–খরায় হ্যারি ব্রুক দুই ধাপ নেমে চতুর্থ স্থানে, আর ক্যান উইলিয়ামসন (দ্বিতীয়) ও স্টিভ স্মিথ (তৃতীয়) এক ধাপ করে এগিয়ে জো রুটের পিছনে অবস্থান করছেন।

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ড্র হয়েছে। এই ম্যাচের পর দুই দলের বেশ কয়েকজন খেলোয়াড় টেস্ট র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন, এর মধ্যে নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটার রাচিন রবীন্দ্র সবচেয়ে বড় উপকারভোগী।

রবীন্দ্র নয় ধাপ এগিয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় ১৫তম স্থানে উঠেছেন। তার সতীর্থ টম লাথাম দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির সুবাদে ছয় ধাপ এগিয়ে ৩৪তম স্থানে অবস্থান করছেন।

ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার শাই হোপ ১৯ ধাপ উঠে যৌথভাবে ৪৮তম এবং জাস্টিন গ্রিভস ১৬ ধাপ উঠে ৬০তম স্থানে এসেছেন। আর অভিজ্ঞ পেসার কেমার রোচ সাত উইকেট নেওয়ায় টেস্ট বোলারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়েছেন।