টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

By স্পোর্টস ডেস্ক
29 November 2025, 11:29 AM
UPDATED 29 November 2025, 17:52 PM

দ্বিতীয় টি-টোয়েন্টির শুরুতে ভাগ্য আসেনি বাংলাদেশের পক্ষে। টস জিতেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। তিনি আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আইরিশদের মুখোমুখি হচ্ছে টাইগাররা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ছয়টায়।

গত বৃহস্পতিবার প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। সিরিজ বাঁচানোর লড়াইয়ে এবারও স্বাগতিকদের রান তাড়ায় নামতে হবে।

একই ভেন্যুতে প্রথম টি-টোয়েন্টিতে ধরাশায়ী হওয়া বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে তিনটি। ফিরেছেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদী হাসান। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন জাকের আলী অনিক, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

সিরিজে এগিয়ে থাকা সফরকারীদের একাদশে একটি পরিবর্তন এসেছে। কার্টিস ক‍্যাম্ফারের জায়গায় ঢুকেছেন বেন কালিটজ।

বাংলাদেশের একাদশ:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

আয়ারল্যান্ডের একাদশ:

পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন কালিটজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিজ ও জশ লিটল।