টস জিতে বোলিং বেছে নিল বাংলাদেশ 

By ক্রীড়া প্রতিবেদক
27 November 2025, 11:32 AM
UPDATED 27 November 2025, 19:27 PM

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। অধিনায়ক লিটন দাস টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। শামীম হোসেনের জায়গায় আলোচনা তৈরি করে দলে আসা মাহিদুল ইসলাম অঙ্কন একাদশে জায়গা পাননি।  

বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে তিন পেসার একাদশে রেখেছে স্বাগতিক দল। তাদের সঙ্গে আছেন দুজন বিশেষজ্ঞ স্পিনার। রান খরায় থাকলেও একাদশে জায়গা পেয়েছেন জাকের আলি অনিক। তাকে রাখতে গিয়ে বাইরে বসতে হচ্ছে নুরুল হাসান সোহানকে। মিডল অর্ডারে তার সঙ্গে আছেন তাওহিদ হৃদয়। এই সিরিজে মাহিদুল ইসলাম অঙ্কনকে বাজিয়ে দেখতে চেয়েছিলেন। তবে প্রথম দফায় সেই সুযোগ পাননি তিনি। 

আয়ারলায়ন্ড তাদের একাদশেও তিন পেসার খেলাচ্ছে। সেই সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার ম্যাথু হ্যামফ্রিস ও জর্জ ডকরেল। বল করতে পারেন গ্যারেথ ডেলানি। 

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, টিম হেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার, কার্টিস ক্যাম্পের, জর্জ ডকরেল, গেরেথ ডেলানি, মার্ক অ্যাডাইর, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হ্যামফ্রিস, জস লিটল। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।