'এ' ক্যাটাগরি থেকে ছিটকে গেলেন বাবর-রিজওয়ান

By স্পোর্টস ডেস্ক
19 August 2025, 08:08 AM
UPDATED 11 October 2025, 12:09 PM

২০২৫-২৬ মৌসুমের নতুন সেন্ট্রাল কন্ট্রাক্ট ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে বড় চমক দেখয়ে গত মৌসুমে 'এ' ক্যাটাগরিতে থাকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে নামিয়ে দেওয়া হয়েছে 'বি' ক্যাটাগরিতে। এবারের তালিকায় কোনো খেলোয়াড়ই জায়গা পাননি শীর্ষ ক্যাটাগরিতে।

গত এক বছরে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে উন্নতি পেয়েছেন আবরার আহমেদ, হ্যারিস রউফ, সাইম আইয়ুব, সালমান আলী আগা ও শাদাব খান। তারা সবাই 'সি' বা 'ডি' ক্যাটাগরি থেকে উন্নীত হয়ে জায়গা করে নিয়েছেন 'বি' গ্রুপে।

মোট ৩০ জন ক্রিকেটারকে রাখা হয়েছে নতুন চুক্তিতে। এর মধ্যে ১০ জন করে ক্রিকেটার আছেন 'বি', 'সি' ও 'ডি' ক্যাটাগরিতে। ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া এই কন্ট্রাক্ট চলবে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।

'বি' ক্যাটাগরির তালিকায় আছেন বাবর ও রিজওয়ান ছাড়াও আছেন ফখর জামান, শাহীন শাহ আফ্রিদিদের মতো খেলোয়াড়। সঙ্গে আছেন নতুন পাঁচ মুখ—আবরার, রউফ, সাইম, সালমান ও শাদাব।

অন্যদিকে, 'সি' ক্যাটাগরিতে রয়েছেন আব্দুল্লাহ শফিক, নাসিম শাহ, সউদ শাকিল, ফাহিম আশরাফসহ আরও অনেকে। আর 'ডি' ক্যাটাগরিতে রাখা হয়েছে শান মাসুদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, খুশদিল শাহ, হুসেইন তালাতদের মতো খেলোয়াড়দের।

উল্লেখযোগ্য দিক হলো, গতবারের মতো এবারও নতুন প্রতিভা তুলে আনার কৌশল নিয়েছে পিসিবি। তালিকায় মোট ১২ জন নতুন মুখ যোগ হয়েছে, যা ভবিষ্যতের দল গঠনের রূপরেখা স্পষ্ট করে দিচ্ছে।