সিটি নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে পর্যাপ্ত প্রস্তুতি আছে: সিইসি

By স্টার অনলাইন রিপোর্ট
12 June 2023, 11:10 AM
UPDATED 12 June 2023, 18:44 PM

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল(সিইসি) জানিয়েছেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি আনুমানিক প্রায় ৫০ শতাংশের মতো।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি আনুমানিক ৪২ থেকে ৪৫ শতাংশ বলে জানান তিনি।

আজ সোমবার ইসি কার্যালয়ে সাংবাদিকদের কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, বরিশাল ও খুলনা সিটিতে নির্বাচন পরবর্তী সহিংসতা যাতে না ঘটে সেজন্য তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

তিনি আরও বলেন, কয়েকটি ঘটনাকে বাদ দিলে দক্ষিণাঞ্চলের ২ শহরে উৎসবমুখর, অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বরিশালে হাতপাখার মেয়রপ্রার্থী আহতের ঘটনাকে 'আপেক্ষিক' বলে মন্তব্য করেন সিইসি হাবিবুল আউয়াল।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'উনি (প্রার্থী) কি ইন্তেকাল করেছেন? আমরা যেটা দেখেছি, তার কিন্তু রক্তক্ষরণ দেখিনি। যতটা শুনেছি, তাকে কেউ পেছন থেকে ঘুষি মেরেছে। তার বক্তব্যও শুনেছি, উনিও বলেছেন—"ভোট বাধাগ্রস্ত হচ্ছে না। আমাকে আক্রমণ করা হয়েছে।'"