বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বিমানবাহিনীর হেলিকপ্টার: আইএসপিআর

By স্টার অনলাইন রিপোর্ট
4 April 2023, 04:46 AM
UPDATED 4 April 2023, 12:05 PM

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সাহায্যকারী দল কাজ করছে।

আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবাহিনীর একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।

আজ সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।