নতুন লুকে বাপ্পীর ‘নায়ক’

জাহিদ আকবর
জাহিদ আকবর
19 October 2018, 09:32 AM
UPDATED 19 October 2018, 15:36 PM

আজ ১৯ অক্টোবর দেশব্যাপী মুক্তি পেলো বাপ্পী ও নবাগত অধরা খান জুটির চলচ্চিত্র ‘নায়ক’। এটি গত ১২ তারিখে মুক্তি দেওয়ার ঘোষণা থাকলেও হাইকোর্টের নিষেধাজ্ঞায় তা সম্ভব হয়নি।

ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবিতে আরও অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, আমান রেজা প্রমুখ।

ছবির পরিচালক আরিফ জাহান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমাদের ‘নায়ক’ একেবারে গল্প নির্ভর একটা ছবি। এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই ছবিটি নির্মাণ করা হয়েছে।”

হল মালিকদের কাছে বাপ্পী-অভিনীত চলচ্চিত্রের চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি জানান, প্রায় ৮০টি হলে বুকিং পেয়েছে ছবিটি। “এখন দেখা যাক কী হয়,” যোগ করেন পরিচালক।

বাপ্পী চৌধুরী বলেন, “ছবিটির গল্পে নায়ক এবং খলনায়ক দুজনের চরিত্রেই আমি অভিনয় করেছি। একেবারে নতুন লুকে উপস্থিত হয়েছি এখানে। প্রতিটি ছবিতেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা থাকে। এবারও তাই করেছি।”

ছবিটি দেখলে তার উপর দর্শকের আস্থা আরও বাড়বে বলে বিশ্বাস করেন বাপ্পী।

অধরা খান বলেন, “আমার প্রথম ছবি মুক্তি পেতে যাচ্ছে। কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আমারও ঠিক তাই হয়েছে। আনন্দের পাশাপাশি একটা ভয়ও কাজ করছে। জানি না দর্শক আমাকে কতটা গ্রহণ করবেন।”

সবাইকে হলে গিয়ে ছবিটা দেখার অনুরোধও করেন তিনি।