‘হাজীর বিরিয়ানী’ নিয়ে সিয়াম হাজির

By স্টার অনলাইন রিপোর্ট
15 October 2018, 08:17 AM
UPDATED 15 October 2018, 14:22 PM

মুক্তির অপেক্ষায় থাকা ‘দহন’ ছবির প্রথম গান ‘হাজীর বিরিয়ানি' নিয়ে দর্শকদের সামনে হাজির হলেন অভিনেতা সিয়াম।

প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। গানের র‌্যাপ অংশটুকু গেয়েছেন সিয়াম। পুরান ঢাকার লোকেশনে গানের ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। গানের দৃশ্যে পূজা এবং রীপাও রয়েছেন।

গতকাল (১৪ অক্টোবর) জাজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় গানটি।

সিয়াম দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বিষয়টি অনেক ভালো লাগার। প্রথমবারের মতো নিজের কন্ঠে গান করেছি। গানটির র‌্যাপ অংশটুকু গেয়েছি। এক মাতাল ছেলে কী করে তাই এ গানে দেখানো হয়েছে। গানটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।”

শিগগিরই ‘দহন’ মুক্তি পাবে বলেও জানান তিনি। পরিচালক রায়হান রাফীর এই ছবিতে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শিমুল খান, রীপা প্রমুখ।

উল্লেখ্য, সিয়ামের প্রথম চলচ্চিত্র ‘পোড়ামন ২’। ছবিটি দর্শক নন্দিত হয়েছে।