মেসেঞ্জারের স্ক্রিনশট প্রকাশ করলেন পরীমণি

By স্টার অনলাইন রিপোর্ট
4 October 2018, 08:42 AM
UPDATED 4 October 2018, 14:46 PM

চিত্রনায়িকা পরীমণি নিজের ফেসবুক ওয়ালে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে তার ফেসবুক মেসেঞ্জারে করা কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করেছেন।

গতকাল (৩ অক্টোবর) প্রকাশিত স্ক্রিনশটগুলোর ক্যাপশনে পরীমণি লিখেন, “ডিয়ার সুপার কিপটা বন্ধু আমার আবদুল আজিজ। সাক্ষী রইলো এ জাতি।”

আবদুল আজিজ আর পরীমণির সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। একে অপরকে ‘তুই’ সম্মোধন করে কথা বলেন দুজন। জাজ প্রযোজিত একমাত্র ‘রক্ত’ ছবিতে অভিনয় করেছেন পরীমণি। এরপর আর কোন ছবিতে দেখা যায়নি পরীকে। তবে তাদের বন্ধুত্ব রয়েছে অটুট।

চলতি বছরে চলচ্চিত্র নায়ক নায়িকাদের জন্মদিন পালন করতে দেখা যায় প্রযোজনা প্রতিষ্ঠানটিকে। এরই ধারাবাহিকতায় পরীমণির জন্মদিনও হয়তো পালন করতে যাচ্ছে জাজ। পরীর সঙ্গে আবদুল আজিজের সে প্রসঙ্গ নিয়েই আলোচনা হয়েছে- যা ফাঁস করে জাতিকে সাক্ষী রাখলেন অভিনেত্রী পরিমণি।