বুবলী কেন এমন সিদ্ধান্ত নিলেন?

By স্টার অনলাইন রিপোর্ট
30 September 2018, 09:28 AM
UPDATED 30 September 2018, 15:34 PM

চিত্রনায়িকা শবনম বুবলীর তার সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন দুটি সিনেমায় অভিনয় করছেন। প্রথমে এই দুটি সিনেমায় অভিনয় করবেন না বলে জানিয়েছিলেন ‘বসগিরি’-খ্যাত এই নায়িকা। এর মধ্যে একটি সিনেমার নাম ‘কালপ্রিট’, অন্যটি ‘বসগিরি-টু’।

বর্তমানে শাহীন সুমন পরিচালিত ‘কালপ্রিট’ ছবির শুটিং করছেন বুবলী। ‘বসগিরি-টু’-র শুটিং শুরু হবে আগামী কিছুদিনের মধ্যে। ছবি দুটিতে তার বিপরীতে রয়েছেন শাকিব খান।

শবনম বুবলী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “যখন ‘কালপ্রিট’ ছবির শুটিং হওয়ার কথা ছিলো তখন নতুন আরেকটি ছবির করা কথা ছিলো। তাই ‘কালপ্রিট’-এ নাম লিখাতে রাজি হইনি। এছাড়াও, ছবিটির গল্প নিয়েও একটু সমস্যা ছিল। এখন সব ঠিক আছে তাই অভিনয় করছি।”

‘বসগিরি টু’ ছবিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, “এই ছবির বিষয়ে কথা হচ্ছিল। ব্যক্তিগত কারণে তা করবো না বলেছিলাম। পরে ভাবলাম ‘বসগিরি’ ছবি দিয়েই মানুষের অনেক ভালোবাসা পেয়েছি, তাই ‘বসগিরি টু’-তে অভিনয় করতে রাজি হলাম।”